A PHP Error was encountered

Severity: Notice

Message: Only variable references should be returned by reference

Filename: core/Common.php

Line Number: 257

সবার ফোনে আড়িপাতা নয়: ওবামা | Probe News

প্রোব নিউজ, ডেস্ক: ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির ফোনে আড়িপাতার বিষয়ে আইনগত প্রস্তাব আনতে যাচ্ছে ওবামা প্রশাসন। যদি এটি কংগ্রেসে অনুমোদিত হয় তবে সর্বোচ্চ গোপনীয়তার যে দৃষ্টান্ত তা শেষ হয়ে আসবে বলে মনে করেন ওবামা প্রশাসনের সিনিয়র এক কর্মকর্তা। যদিও এটি গত বছর ফাঁস হয়ে যায়। এরই মধ্যে এনএসএ কে বৃহৎ পরিসরে তথ্য নেয়া বন্ধ করার আহবান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
প্রস্তাবের ফলে এনএসএ’র পদ্ধতিগত তথ্য সংগ্রহ শেষ হয়ে আসবে। এখন থেকে তথ্য থাকবে ফোন কোম্পানীগুলোর হাতে। আগে যেখানে খুব সহজেই এনএসএ তথ্য নিতে পারতো সেটির সুযোগ থাকছে না। তবে আদালতের নতুন নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট ফোন রেকর্ড নিতে হলে বিচারকের অনুমতি নিতে হবে।
এর আগে গত জানুয়ারিতে ওবামা বলেছেন, বৃহৎ আকারের তথ্য সংগ্রহ থেকে এনএসএ বেরিয়ে আসবে। এ বিষয়ে আগামী ২৮শে মার্চের মধ্যে পরিকল্পনা করার জন্য বিচার বিভাগ ও গোয়েন্দা কর্মকর্তাদের আহবান জানান ওবামা। যেখানে আদালতের আদেশে নজরদারি কর্মসূচি মূলত শেষ হয়ে আসে।
এনএসএ এখন পর্যন্ত যেকোন তথ্য পাঁচ বছর পর্যন্ত নিজের কাছে রাখতে পারে। তবে প্রশাসন বলছে, গ্রাহকের ফোনকলের তথ্য যেকোন কোম্পানীর কাছে দেড় বছর সময় পর্যন্ত রাখা যেতে পারে। পুরোনো তথ্য কম গুরুত্বর্পূণ বিবেচনায় নিয়ে কাজ করলে তার প্রভাব পড়বে বলে মনে করেন প্রশাসনের সিনিয়র এক কর্মকর্তা।
প্রশাসনের এই প্রস্তাব যুক্তিসঙ্গত ফলাফল নিয়ে আসবে, এমনটা মনে করেন ইলেকট্রনিক প্রাইভেসি ইনফরমেশন সেন্টারের নির্বাহী পরিচালক মার্ক রোটেনবার্গ। অন্যদিকে আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়নের জামিল জাফর বলেন, এনএসএ’র ফোন নজরদারি শেষ হয়ে আসবে। প্রশাসনের এ ধরনের প্রস্তাবের সঙ্গে সহমত পোষণ করেন তিনি।
নজরদারি নিয়ে প্রশাসনের প্রস্তাবটি বিল আকারে কংগ্রেসে গেলে সেটি চলতি কর্মসূচিতে অল্প পরিবর্তনের মাধ্যমে সমন্বয় সাধনের ফলে শেষ হয়ে আসবে।
প্রোব/মুআ/আন্তর্জাতিক ২৫.০৩.১৪

 

 

২৫ মার্চ ২০১৪ | আন্তর্জাতিক | ১৯:২৪:৫৭ | ২০:৫৪:৩৭

আন্তর্জাতিক

 >  Last ›