প্রোবনিউজ, ঢাকা: যশোর সদর উপজেলায় ভোট শুরুর এক ঘণ্টার মধ্যে একটি কেন্দ্রের বাইরে বোমাবাজি ও সংঘর্ষের পর ভোটগ্রহণ বন্ধ রাখা হয়েছে।
রোববার সকাল পৌনে ৯টার দিকে ‘খোলাডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে’ এ ঘটনায় এক নারীসহ দুই ভোটার আহত হন।
প্রিসাইডিং অফিসার মনীন্দ্রনাথ অধিকারী জানান, সংঘর্ষের পর সাময়িকভাবে ভোটগ্রহণ বন্ধ রাখা হয়েছে।
আহত আনোয়ার হোসেন (৪০) ও সাদিয়া আফরোজকে (২৪) যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ধারালো অস্ত্রের আঘাতে আহত আনোয়ারের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন জরুরি বিভাগের চিকিৎসক মীর্জা আখতারুজ্জামান।
তিনি বলেন, “আনোয়ারের বুকেসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। আর সাদিয়ার পায়ে বোমার স্প্লিন্টার লেগেছে।”
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালের দিকে ভোট শুরু কিছুক্ষণের মধ্যে ৮/১০ জনের একটি দল কেন্দ্রের বাইরে পরপর ১২টি হাতবোমা বিস্ফোরণ ঘটায় এবং অনোয়ারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে।
এ সময় আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী শাহিন চাকলাদার ও বিএনপি সমর্থিত গোলাম রেজা দুলুর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হলে ভোটগ্রহণ বন্ধ রাখা হয়।
প্রোব/পার/জাতীয়/২৩.০৩.২০১৪