প্রোবনিউজ, ঢাকা: ভোট কেন্দ্র দখল, কারচুপি ও এজেন্টদের মারধরের অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বরিশালের মুলাদী উপজেলায় বিএনপির সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আ. সত্তার খান। নির্বাচন শুরুর দুই ঘণ্টার মধ্যেই তিনি এ ঘোষণা দেন।
শনিবার সকাল ১০টায় মুলাদী পৌর এলাকার নিজ বাসভবনে সাংবাদিক সম্মেলন করেন বিএনপি সমর্থিত এই প্রার্থী। মুলাদী উপজেলা বিএনপির সভাপতি ও বিএনপি সমর্থিত প্রার্থী আ. সত্তার খান অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক তারিকুল হাসান খান মিঠুর কর্মী-সমর্থকরা তার এজেন্টদের ভোট কেন্দ্রে ঢুকতে দিচ্ছে না।
“দু’এক জন যারা কেন্দ্রে ঢুকতে পেরেছেন তাদেরকেও মারধর করে বের করে দেয়া হচ্ছে। আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর লোকজন ভোট কেন্দ্র দখল করে নিয়েছে।”প্রতিপক্ষের হামলায় তার অর্ধশত কর্মী-সমর্থক আহত হয়েছেন বলে দাবি করেন আ. সত্তার খা।
প্রোব/বান/জাতীয় ১৫.০৩.২০১৪