প্রোব নিউজ, ডেস্ক: তৃতীয় দফা উপজেলা পরিষদ নির্বাচনে কারচুপি হলে নির্বাচন কমিশন কার্যালয় ঘেরাওয়ের হুমকী দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শুক্রবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী অভিযোগ করেন, “কালকের নির্বাচনকে সামনে রেখেই নির্বাচনী উপজেলাগুলোতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি পরিকল্পিতভাবে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যাওয়া হয়েছে। সব সংবাদ মাধ্যমে কালকের নির্বাচন নিয়ে গভীর সংশয় প্রকাশ করা হয়েছে। নির্বাচনী কেন্দ্রে কাল (শনিবার) সরকারি দলের সমর্থকদের সন্ত্রাস-সহিংসতা ও ভোটকেন্দ্র দখলের তান্ডব চললে নির্বাচন কমিশনকে দুর্ভেদ্য ঘেরাওয়ে আটকে দেয়া হবে।”
তিনি আরো অভিযোগ করেন, বরিশালের সদর, মুলাদি, বাবুগঞ্জ,হিজলা, মেহেরপুর সদর, পিরোজপুর সদর, ট্ঙ্গাইলের গোপালপুর, শরীয়তপুর সদর, শেরপুরের শ্রীবর্দী উপজেলায় ক্ষমতাসীনরা সহিংসতা ও সন্ত্রাস চালাচ্ছে।
সরকারি দল ও নির্বাচন কমিশন ভিন্নরূপ দাবি করলেও উপজেলা নির্বাচনে অস্ত্রবাজদের দাপট ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাচ্ছে বলে দাবি করেন তিনি।
শনিবার তৃতীয় দফায় উপজেলা নির্বাচনে ৪১ জেলার ৮১ উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে।
প্রোব নিউজ/মম/জাতীয়/১৪.০৩.২০১৪