প্রোবনিউজ, ডেস্ক: দিল্লিতে আপ নেতা যোগেন্দ্র যাদবের মুখে কালি মাখাল অজ্ঞাতপরিচয় ব্যক্তিদিল্লিতে কালি মাখানো হল আম আদমি পার্টির নেতা যোগেন্দ্র যাদবের মুখে। অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি হঠাৎই যোগেন্দ্র যাদবের মুখে কালি ছোঁড়েন।
নারী দিবস উপলক্ষে রাজধানীর যন্তর মন্তরে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল আপ। সেখানেই এই ঘটনাটি ঘটে। হামলার পর যাদব বলেন, "আমি জানি না উনি কে, কেনইবা উনি এটা করলেন!" যোগেন্দ্রর দাবি ওই ব্যক্তি শুধু "ভারত মাতা কী জয়" বলে ছিলেন। তিনি আরও বলেন, "যখন বড় কোনও কাজ করছি, তখন এই ধরণের অনভিপ্রেত ঘটনার জন্য প্রস্তুত থাকতে হবেই।"
প্রোব/বান/আন্তর্জাতিক/ ০৮.০৩.২০১৪