A PHP Error was encountered

Severity: Notice

Message: Only variable references should be returned by reference

Filename: core/Common.php

Line Number: 257

বিশ্বের ব্যয়বহুল শহর সিঙ্গাপুর | Probe News

প্রোব নিউজ, ডেস্ক: টোকিওকে পেছনে ফেলে ২০১৪ সালে বসবাসের জন্য বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর নির্বাচিত হয়েছে সিঙ্গাপুর। নিউইয়র্কভিত্তিক ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিটের জরিপে নির্বাচিত হয় শহরটি।
গাড়ি চালানোর উচ্চ খরচ, অতিরিক্ত উপযোগিতা বিল এমনকি ব্যয়বহুল পোশাকের কারণে ১৩১টি শহরকে টপকে শীর্ষ স্থানে উঠে এসেছে সিঙ্গাপুর। আর তালিকায় ২০১৩ সালে শীর্ষ স্থানে থাকা টোকিও’র স্থান হয়েছে ছয় নম্বরে। ২০১৪ সালের ব্যয়বহুল শহরের তালিকায় সিঙ্গাপুর ছাড়া শীর্ষ পাঁচে স্থান পেয়েছে প্যারিস, ওসলো, জুরিখ এবং সিডনি। ৪ শতাধিক ব্যক্তির খরচ বিবেচনা করে জরিপটি করেছে ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিট।
সেরা দশের তালিকায় আধিপত্য রয়েছে এশিয়া এবং অস্ট্রেলিয়ার শহরগুলোর। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উচ্চ মূল্যের কারণেই এশিয়ার অনেক শহর তালিকায় স্থান পেয়েছে। তবে তালিকায় সবচেয়ে কম খরচের শহরের মধ্যেও অনেকগুলো এশীয় দেশ রয়েছে। ভারতের অন্রতম শহর মুম্বাই এবং দিল্লীর নাম রয়েছে কম খরচের তালিকায়। আর এতে ৪র্থ কম খরচের দেশ হিসেবে স্থান পেয়েছে যুদ্ধ বিধ্বস্ত দেশ সিরিয়ার দামেস্ক শহরটি।
প্রোব/ফাউ/ডেস্ক/০৪.০৩.২০১৪

 

৪ মার্চ ২০১৪ | আন্তর্জাতিক | ১৬:৫০:১৪ | ১১:৪২:৫৯

আন্তর্জাতিক

 >  Last ›