প্রোব নিউজ, ডেস্ক: ভারতের অন্যতম শিল্প গোষ্ঠী সাহারা গ্রুপের প্রধান সুব্রত রায়কে লক্ষ্য করে কালি ছুঁড়েছেন ক্ষুব্ধ এক আইনজীবী। বিনিয়োগকারীদের দেনা পরিশোধে ব্যর্থ হওয়ার অভিযোগে আটক সুব্রতকে মঙ্গলবার ব্যাপক পুলিশি পাহারায় আদালতে হাজির করা হলে এ কালি হামলার কবলে পড়েন তিনি।
মনোজ শর্মা নামে মধ্য প্রদেশের ঐ আইনজীবী প্রচন্ড ভীড় ঠেলে সুব্রতর কাছাকাছি পৌঁছান এবং তাঁর ওপর কালো কালি ছুঁড়ে দেন। সেসময় সুব্রতকে গরিবের চোর বলেও সম্বোধন করেন মনোজ। পরে তাকে আটক করে পুলিশ।
এর আগে সোমবার রাতে ব্যাপক পুলিশ পাহারার মধ্য দিয়ে একটি মার্সিডিজে করে লক্ষ্ণৌ থেকে দিল্লীতে নিয়ে আসা হয় সুব্রতকে। আদালতের নির্দেশ অমান্য করে সুপ্রীম কোর্টের শুনানিতে হাজির না হওয়ায় গেল শুক্রবার গ্রেপ্তার হন সাহারা প্রধান।
প্রোব/ফাউ/ডেস্ক/০৪.০৩.২০১৪