A PHP Error was encountered

Severity: Notice

Message: Only variable references should be returned by reference

Filename: core/Common.php

Line Number: 257

সেভেন মার্ডার: তৃতীয় দফার গণশুনানিতে কয়েকশ লোক হাজির | Probe News

সেভেন মার্ডার: তৃতীয় দফার গণশুনানিতে কয়েকশ লোক হাজির

প্রোবনিউজ, নারায়ণগঞ্জ: অপহরণের পর নারায়ণগঞ্জে কাউন্সিলর নজরুল ইসলামসহ সাতজনকে খুনের ঘটনায় তৃতীয় দফার গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা পৌনে ১১টার দিকে সিদ্ধিরগঞ্জে টাওয়ার স্টেশনের রেস্ট হাউজে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহজাহান আলী মোল্লার নেতৃত্বে এই শুনানির কার্যক্রম শুরু হয়। ইতোমধ্যে সেখানে সাক্ষ্য দিতে কয়েশ’ লোক উপস্থিত হয়েছেন।
তবে প্রশাসন থেকে জানানো হয়েছে, যারা ঘটনার প্রকৃত প্রত্যক্ষদর্শী শুধু তারাই সাক্ষ্য দেবেন। এর আগে ১২ ও ১৫ মে নারায়ণগঞ্জ সার্কিট হাউসে প্রথম ও দ্বিতীয় দফার গণশুনানি হয়। ওই দুই দফার গণশুনানিতে সাক্ষী হিসেবে লোকজনের তেমন সাড়া মেলেনি।
এর আগে বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ জেলা সার্কিট হাউজে গণশুনানিতে ৮৩ জনের সাক্ষ্যগ্রহন করা হয়। বিকেল ৪টা পর্যন্ত এ সাক্ষগ্রহণ চলে। এ সময় নিহত প্যানেল মেয়র নজরুল ইসলামের শ্বশুর শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন। নুর হোসেনের ভয়ে কেউ সাক্ষ্য দিতে আসছেন দাবি করে তিনি সিদ্ধিরগঞ্জে গণশুনানি আয়োজন করতে কমিটিকে আহ্বান জানান। তার অনুরোধে নারায়ণগঞ্জ জেলা সার্কিট হাউজের পরিবর্তে সিদ্ধিরগঞ্জে এ শুনানির আয়োজন করা হয়েছে। গণশুনানিতে অংশ নিতে অন্তত তিন থেকে চার`শ লোক ঘটনাস্থলে হাজির হয়েছেন।
সার্কিট হাউজে তদন্ত কমিটি ৫টি টিমে বিভক্ত হয়ে গণশুনাতিতে সাক্ষ্যগ্রহণ করছেন। এ সময় জেলা আইনজীবী সমিতির ৬ সদস্যের প্রতিনিধি দল তদন্ত কমিটির সঙ্গে দেখা করেন। পরে আইজীবী সমিতির পক্ষে অ্যাড. সাখাওয়াত হোসেন সাক্ষ্য দেন। এদিকে তদন্ত কমিটির সঙ্গে দেখা করে মৌখিকভাবে খুনীদের পক্ষে কোনো সাক্ষ্যগ্রহণ না করার জন্য অনুরোধ জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নেতারা।
র্যা বকে জিঞ্জাসাবাদ করা হবে কী না সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে তদন্ত কমিটির প্রধান মামুনুর রশিদ মণ্ডল জানান, তদন্তের স্বার্থে যে কাউকে জিজ্ঞাসাবাদ করা হবে।
গত ২৭ এপ্রিল দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ সাতজন ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহৃত হন। এর তিন দিন পর শীতলক্ষ্যা নদীতে একে একে ভেসে ওঠে সাতজনেরই মরদেহ। এ ঘটনার সার্বিক তদন্তে সাত সদস্যের কমিটি গঠনের নির্দেশ দেন হাইকোর্ট।
প্রোব/খোআ/জাতীয় ১৭.০৫.২০১৪

১৭ মে ২০১৪ | জাতীয় | ১৬:১২:২৬ | ১১:১০:৪২

জাতীয়

 >  Last ›