নারায়ণগঞ্জে বাস খাদে পড়ে আহত ১৫
প্রোবনিউজ, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলায় যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার ভূঁইগড় এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, শুক্রবার সকাল ১০টার দিকে নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী মায়ের দোয়া পরিবহনের একটি বাস ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভূঁইগড় এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় বাসে থাকা ১৫ যাত্রী আহত হয়।
আহতদের মধ্যে চারজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল (ঢামেক) কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কারও পরিচয় পাওয়া যায়নি।
ওসি আসাদুজ্জামান আরো জানান, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের কাজ চলছে।
প্রোব/এমএম/জাতীয় ১৬.০৫.১৪