‘সরকারের ছত্রছায়ায় দেশে গডফাদার তৈরি হচ্ছে’
প্রোবনিউজ, ঢাকা: সরকারের ছত্রছায়ায় দেশে গডফাদার তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ। সোমবার দুপুরে জাপা চেয়াম্যানের বনানীস্থ কার্যালয়ে জাসদ (রব) সমর্থিত ছাত্রলীগের ১৫ কর্মীর জাতীয় পার্টিতে যোগদান উপলেক্ষে তিনি একথা বলেন।
জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ বলেন, ‘নূর হোসেন কাদের তৈরি তা সবার জানা আছে। তার অস্ত্রের কারখানা কোথায় প্রশাসন তা জানে। কিন্তু পুলিশ নীরব ভূমিকা পালন করছে।’
প্রোব/বিএইচ/পি/১২.০৫.২০১৪