লিবিয়ায় বন্দুক হামলায় সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত
প্রোবনিউজ, ডেস্ক: লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর বেনগাজিতে পৃথক একাধিক হামলায় এক সেনা কর্মকর্তাসহ এবং তিন সেনাসদস্য গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। বেনগাজির নিরাপত্তা এবং হাসপাতাল সূত্র থেকে এ খবর জানানো হয়েছে।
লিবিয়ার একজন নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় চার সেনা নিহত এবং ২ জন আহত হয়েছে। এ সব সেনা আলাদা আলাদা ঘটনায় হতাহত হয়েছেন। বেনগাজির আজ-জালা হাসপাতালের মুখপাত্র সেনাদের নিহত হওয়ার ঘটনা নিশ্চিত করেছেন।
দেশটির সাবেক স্বৈরশাসক কর্নেল মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে ২০১১ সালের সফল গণ অভ্যুত্থানের সূচনা হয়েছিল বেনগাজি থেকে। গাদ্দাফির পতনের পর স্থিতিশীলতা ফিরিয়ে আনা দেশটির জন্য বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে।
প্রোব/বান/আন্তর্জাতিক ১২.০৫.২০১৪