নাইজেরিয়ায় অপহৃত স্কুলছাত্রীদের উদ্ধার আন্দোলনে শরিক হলেন মিশেল ওবামা
প্রোবনিউজ, ডেস্ক: নাইজেরিয়ার অপহৃত স্কুল ছাত্রীদের উদ্ধারের দাবি জানালেন ফাস্ট লেডি মিশেল ওবামাও। পররাষ্ট্র বিষয়ে সচরাচর কোন ধরনের মন্তব্য থেকে বিরত থাকা মিশেল বিশ্বের আরও অনেকের সাথে যুক্ত হলেন ছাত্রীদের মুক্তির দাবিতে গড়ে ওঠা চলতি বিশ্ব আন্দোলনে।
উল্লেখ্য, গত ১৪ এপ্রিল নাইজেরিয়ার চিবোক থেকে ২শ’র বেশি ছাত্রীকে অপহরণ করে সেদেশের একটি বোকো হারাম নামের গেরিলা গ্রুপ। এ পর্যন্ত ৫৩ জন ছাত্রী অপহৃত অবস্থায় পালিয়ে আসতে পারলেও বাকিরা এখনও অজ্ঞাতস্থানে আটকাবস্থায় আছে।
আগামীকাল যুক্তরাষ্ট্রে মা দিবসের বক্তব্যে ফাস্টলেডি মিশেল ওবামা স্কুল ছাত্রীদের উদ্ধারে বিশেষ আহবান জানাবেন বলে ধারনা করা হচ্ছে।
প্রোব/শাআ/আপা/আর্ন্তজাতিক/ ১০.০৫.২০১৪