A PHP Error was encountered

Severity: Notice

Message: Only variable references should be returned by reference

Filename: core/Common.php

Line Number: 257

নারায়ণগঞ্জে জনসভার অনুমতি না দেয়ায় বিএনপি’র নিন্দা | Probe News

নারায়ণগঞ্জে জনসভার অনুমতি না দেয়ায় বিএনপি’র নিন্দা

Mirza-Fakhrul1.jpgপ্রোবনিউজ, ঢাকা: “বিএনপি চেয়ারপারসন নারায়ণগঞ্জে নিহতদের পরিবারকে সান্তনা,সহানুভূতি জানাতে যেতে চাচ্ছিলেন। তাকে বাধা দেয়া গণতন্ত্রকে বাধা দেয়ার শামিল। আমরা এর তীব্র নিন্দা জানাই।” বৃহস্পতিবার নয়া পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথাগুলো বলেন।
১৪ মে জনসভা করতে না দেয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াৎ আইভী বিএনপিকে অনুমতি দেবেন বলে ফখরুল আশা করেন।
নারায়ণগঞ্জের মানুষের পাশে দাঁড়াতে দলের স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ জেলাটিতে গেছেন বলেও বিএনপি নেতারা জানান।
সাত খুনের ঘটনায় আলোচিত নারায়ণগঞ্জে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার জনসভার প্রস্তুতি বিএনপি নিলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা প্রকাশ করে অনুমতি না দেয়ার সিদ্ধান্ত নেন মেয়র আইভী।
এরআগে বুধবার দুপুরে ১৪ মে জনসভার দিন ঠিক করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সামনে বঙ্গবন্ধু সড়কে সমাবেশ করতে চেয়ে সিটি কর্পোরেশনের কাছে অনুমতি চায় বিএনপি।
মেয়র আইভী রাতে সাংবাদিকদের বলেন, “নারায়ণগঞ্জের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে এবং তারা যে স্থানে অনুমতি চাইছে, সেই রাস্তার পাশে হাসপাতাল থাকায় বিএনপিকে অনুমতি দেয়া যাচ্ছে না।”
গেল মাসের মধ্যভাগে নারায়ণগঞ্জে অপহৃত হন পরিবেশ আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী এ বি সিদ্দিক। তবে দুদিনের মাথায় তাকে ছেড়ে দেয় অপহরণকারীরা।
এর দুই সপ্তাহের মাথায় কাউন্সিলর নজরুল এবং আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজনকে তুলে নেয়া হয় গত ২৭ এপ্রিল। তিন দিন পর তাদের লাশ নদীতে পাওয়া যায়।
এই হত্যাকান্ডে র্যাবের সংশ্লিষ্টতার অভিযোগ নজরুলের পরিবার তোলার পর তা নিয়ে সারাদেশে ব্যাপক আলোচনা চলছে।
প্রোব/শামা/জাতীয় ০৮.০৫.২০১৪

৮ মে ২০১৪ | জাতীয় | ১২:২১:০৬ | ২১:৫১:০৩

জাতীয়

 >  Last ›