সমাজবাদী পার্টি-কংগ্রেস সমর্থকদের সংঘর্ষ, আহত ১২
প্রোব নিউজ, ডেস্ক: নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে এবার উত্তর প্রদেশের এলাহাবাদে সমাজবাদী পার্টি ও কংগ্রেস সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এনডিটিভি অনলাইন এ খবর জানিয়েছে।
শনিবার সন্ধ্যায় এলাহাবাদের মুথিগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। ওই আসনের বর্তমান এমপি সমাজবাদী পার্টির নেতা রিয়তি রমন সিং ও কংগ্রেস প্রার্থী নন্দ গোপাল নন্দী একই সময়ে নির্বাচনী প্রচারণায় অংশ নিলে দু দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করলে সেসময় ১২জনেরও বেশি মানুষ আহত হয়। তবে আহতদের বেশিরভাগই কংগ্রেস সমর্থক বলে অভিযোগ করেছে দলটি।
আসছে ৭ মে উত্তর প্রদেশের এই আসনটি সহ ৬৪টি আসনে লোকসভা নির্বাচনের অষ্টম পর্যায়ের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রোব/মুআ/আন্তর্জাতিক ০৪.০৫.১৪