ইরাকে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শুরু
প্রোবনিউজ, ডেস্ক: ইরাকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। তিন বছর আগে মার্কিন বাহিণী প্রত্যাহার করার পর প্রথমবারের মত এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোট গ্রহণ শুরু হয়েছে স্থানীয় সময় সকাল ৭টা থেকে এবং চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত । দেশটির ২ কোটি ২০ লাখ লোক ভোটার হয়েছে ৫০,০০০ হাজার ভোট কেন্দ্রে। এই নির্বাচনে প্রায় ৯ হাজার প্রার্থী ৩২৮টি আসনে প্রতিদ্বন্দ্বীতা করছে।
বর্তমান প্রেসিডেন্ট নুরি আল-মালিকি ভোট দেন বাগদাদ থেকে। বিশেষজ্ঞরা মনে করেন বেশির ভাগ আসনে জয় পেয়ে তৃতীয় বারের মত প্রেসিডেন্ট নিবাচির্ত হবেন তিনি। নুরি শিয়া সম্প্রদায়ের মুসলমান একটি দলকে নেতৃত্ব দিচ্ছেন। ইরাকে ২০০৮ সাল থেকে সহিংসতার যে ভয়াবহ মাত্রা শুরু হয় তারই ফলশ্রুতিতে গেলে সপ্তাহেই সহিংসতায় নিহত হয় ১৬০ জন।
সোমবার এই নির্বাচনকে কেন্দ্র করে ৫০ জন নিহত হয়েছে।এছাড়া কুরিদসদের র্যালীতে বোমা বিস্ফেরণে কানাকিন শহরে নিহত হয়েছে ৩০জন। শুক্রবার বাগদাদে শিয়াদের নির্বাচনী প্রচারনায় সিরিজ বোমা বিস্ফোরণে নিহত আরও ৩১ জন ।
প্রোব/শামা/আর্ন্তজাতিক ৩০.০৪.২০১৪