প্রোব নিউজ, ডেস্ক: রক্তের বন্ধনের কথা উল্লেখ করে চাচাতো ভাই এবং বিজেপি নেতা বরুণ গান্ধীর কঠোর মূল্যায়ন করলেন ভারতের ক্ষমতাসীন দল কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর মেয়ে প্রিয়াংকা গান্ধী। ভারতীয় টিভি চ্যানেল এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ সমালোচনা করেন।
২০০৯ সালের নির্বাচনের সময় বরুণ বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছিলেন উল্লেখ করে প্রিয়াঙ্কা বলেন, ‘রক্তের সম্পর্কের মত মানুষ যত কাছেরই হোক না কেন মতাদর্শের দিক দিয়ে যদি তারা অন্য পক্ষ নেয় তবে তা আমার পরিবারের সঙ্গে ধোঁকা বলেই আমি মনে করি। আর নিজের সন্তানের ক্ষেত্রেও আমার আচরণ এর থেকে আলাদা হত না।’
প্রিয়াঙ্কা আরও বলেন, বরুণ রসাতলে গেছে বলে সমালোচনা করার সময় ফাঁস হওয়া ভিডিওটি নিয়ে কোন আক্ষেপ নেই তার। তিনি আরও বলেন, ‘এটা কোন পারিবারিক চা চক্র নয়, বরং মতাদর্শগত লড়াই।’
নিজে প্রতিদ্বন্দ্বিতা না করলেও ১৬তম লোকসভা নির্বাচনে রায়বেরেলি এবং আমেথিতে মা সোনিয়া গান্ধী ও ভাই রাহুল গান্ধীর হয়ে প্রচারণা চালাচ্ছেন প্রিয়াঙ্কা।
প্রোব/ফাউ/ডেস্ক/১৫.০৪.২০১৪