প্রোবনিউজ,ডেস্ক: বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্ট বারাক ওবামার আয় কমেছে। আগের বছরের চেয়ে আয় কমলেও হোয়াইট হাউজের নতুন নিয়মে বেশি কর দিতে হয়েছে তাকে।
২০১২ সালে ওবামা পরিবারের আয় ছিল ৬ লাখ ৮ হাজার ডলার। পরবর্তীতে ২১ শতাংশ কমে ২০১৩ সালে তার আয় দাঁড়ায় ৪ লাখ ৮১ হাজার ডলারে।
প্রেসিডেন্ট হিসেবে প্রাপ্ত সম্মানী ছাড়াও তার নিজের লেখা বই বিক্রির মাধ্যমে তিনি আয় করে থাকেন। তবে এবছর বইয়ের বিক্রি কমে গেলে তার আয় কমে আসে।
নতুন কর আইনে বলা হয়েছে চলতি বছরে যুক্তরাষ্টে উচ্চ আয়ের লোকদেরকে বেশি কর দিতে হবে। এদিকে হোয়াইট হাউজের মুখপাত্র জে কার্নি বলেছেন, যুক্তরাষ্টের প্রেসিডেন্ট হিসেবে বারাক ওবামার পরিবার উচ্চ আয়ের পরিবার তাই তাকে বেশি কর দিতে হয়েছে।
প্রোব/শামা/মুআ/আন্তর্জাতিক ১৩.০৪.২০১৪