প্রোবনিউজ, ডেস্ক: লাল চুলের আমেরিকার বিখ্যাত কমিক হিরো আর্চি এন্ড্রু’র কথা নিশ্চয়ই মনে আছে সবার। বিশ্ব জুড়ে ছেলে-বুড়ো অনেকেই যার ভক্ত।
আজ থেকে প্রায় ৭৩ বছর আগে ১৯৪১ এর ডিসেম্বরে বিশ্বজুড়ে আর্চির প্রচার শুরু হয়েছিল কমিক বই-এর মাধ্যমে। দীর্ঘ এই সময় পাড়ি দিয়েও আর্চি বেঁচে আছে ভক্তদের কাছে চির কিশোর হিসেবে। তবে এখন ‘লাইফ উইথ আর্চি’ সিরিজের মধ্যদিয়ে মৃত্যু ঘটতে যাচ্ছে আর্চির!
‘লাইফ উইথ আর্চি’ সিরিজ শুরু হয়েছিল মূলত পরিণত বয়সের আর্চির জীবনধারাকে কল্পনা করে। অর্থাৎ স্কুল-কলেজ পেরোনের পর তার জীবন কীরূপ হবেÑ সেটা কল্পনা করা হয়েছে এই সিরিজে।
আগামী ১৬ জুলাই এই সিরিজের ৩৬ নং এপিসোডে যেয়ে আর্চির শেষ পরিণতি দেখবেন ভক্তরা। যেখানে সে এক বন্ধুকে বাঁচাতে যেয়ে মারা যাবে। আর এর পরের সিরিজে দেখা যাবে তার বন্ধুরা কীভাবে আর্চির মৃত্যুর এক বছর পরে পরিস্থিতি সামাল দিচ্ছে।
তবে কিশোর আর্চির ভক্তদের জন্য সুখবর হলো অর্চির এই মৃত্যু কল্পনা মূল কমিক সিরিজটির ক্ষেত্রে মোটেই প্রযোজ্য হবে না। কমিকের সকল সহযোগী চরিত্রসহ অর্চির কর্মকান্ড চলতেই থাকবে।
উল্লেখ্য, আর্চি এন্ড্রু চরিত্রের ¯্রস্টা হলেন জন গোল্ডওয়াটার। বর্তমানে তার ছেলে জো গোল্ডওয়াটার ‘আর্চি কমিকস্’-এর মুখ্য নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রোব/আপা/সংস্কৃতি/ ১২.০৪.২০১৪