প্রোবনিউজ, ঢাকা: দেশের স্বনামধন্য প্রবীণ সাংবাদিক এবিএম মূসা আর নেই। বুধবার বেলা দেড়টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। বেলা পৌনে দুইটায় হাসপাতাল কর্তৃপক্ষ তার মৃত্যু কথা ঘোষণা করেন।
প্রথিতযশা এই সাংবাদিক গত বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। গত ২৯ মার্চ তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার রাত আড়াইটার দিকে তার অবস্থা আরো খারাপ হলে তাকে লাইফসাপোর্ট দেয়া হয়।
এবিএম মূসার পরিবারের সদস্যরা জানান, তিনি অনেক দিন ধরেই অসুস্থ। এর মধ্যে তাঁকে কয়েকবার হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণকেন্দ্রে নেওয়া হয়।
প্রোব/বান/জাতীয়