প্রোবনিউজ, ঢাকা: মুসলিম নিধনের মর্মান্তিক ইতিহাস ১লা এপ্রিল (এপ্রিল ফুল) পালন করা থেকে বিরত থাকতে আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর সৈয়দ মুহাম্মাদ রজাউল করীম (চরমোনাই পীর)।
সোমবার এক বিবৃতিতে তিনি বলেন, ১৪৯২ সালের এই সময়ে কোনো এক ‘পহেলা এপ্রিলে’ রাণী ইসাবেলা কর্তৃক মুসলমানদের চরম ধোঁকা দিয়ে বোকা বানিয়েছে। ঘোষণা দিয়ে তিনি বলেছিলেন, যদি বাচঁতে চাও কর্ডোভার জামে মসজিদে সমবেত হলে প্রাণভিক্ষা দেয়া হবে। এই কথা মেনে হাজার হাজার আলেম উলামা, সাধারণ মুসলমান, নারী-শিশু, বৃদ্ধ ও নিরীহ নাগরিকগণ মসজিদে অবস্থান নেয়। পরে তাদেরকে অগ্নিসংযোগ করে পৈশাচিকভাবে হত্যা করা হয়।
চরমোনাই পীর আরো বলেন, মুসলিম ইতিহাসের চরম এই দিনে মুসলমানের অনেক সন্তান ইহুদিদের চক্রান্তের শিকার হয়ে অনেক ক্ষেত্রে না বুঝে এপ্রিল ফুল পালন করে মানুষকে চরম ধোকা দিয়ে আসছে। কোন ঈমানদার অমুসলিমদের অতলগহ্বরে নিজেদের সোনালী ইতিহাস ভুলে গেলে চলবে না।
প্রোব/বিএইচ/জাতীয়/৩১.০৩.২০১৪