প্রোব নিউজ, ঢাকা: বেশ কিছুদিন ঝিমিয়ে থাকার পর আবারো সোচ্চার হচ্ছে জবির হল আন্দোলন। হলের দাবিতে রোববার সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের সবগুলো গেট বন্ধ করে গেটের সামনে শুয়ে-বসে অবস্থান করছেন ছাত্রলীগের নেতৃত্বে সাধারণ শিক্ষার্থীরা।
সকালে বিশ্ববিদ্যালয়ের বাসগুলো গেট বন্ধ থাকার কারণে ভেতরে প্রবেশ করতে না পেরে বাইরেই অবস্থান করে। বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীকেই ভেতরে ঢুকতে দেয়া হচ্ছে না। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক, কর্মকর্তা ভেতরে ঢুকছেন শুয়ে থাকা শিক্ষার্থীদের উপর দিয়ে।
এদিকে গেট বন্ধ করে অবস্থান কর্মসূচি পালন করায় বিশ্ববিদ্যালয়ে আজ কোনোধরনের ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। ইতিমধ্যেই রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আজকের পরীক্ষার তারিখ পিছিয়ে আগামী ৫ ফেব্রুয়ারি ধার্য করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
প্রোব/মুআ/জাতীয় ৩০.০৩.১৪