প্রোবনিউড, ডেস্ক: বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদিকে কেটে টুকরো টুকরো করার হুমকি দিলেন কংগ্রেস প্রার্থী ইমরান মাসুদ। আসন্ন লোকসভা নির্বাচনে তিনি উত্তর প্রদেশের শাহারানপুর থেকে লড়ছেন। বুধবার নিজ এলাকায় নির্বাচনী প্রচারাভিযানে বক্তৃতা দানকালে তিনি এ হুমকি দেন।
বক্তৃতাকালে মাসুদ বলেন, "আমি রাস্তার মানুষ। মানুষের জন্য জীবন উৎসর্গ করার জন্য প্রস্তুত আছি। মৃত্যু নিয়ে শঙ্কিত নই।" তিনি বলেন, "মোদি এ এলাকাকে (উত্তর প্রদেশ) গুজরাট মনে করে। গুজরাটে মাত্র ৪ ভাগ মুসলমান। আর এখানে ৪২ ভাগই মুসলমান। আমি মোদির বিরুদ্ধে লড়ব। কারণ তাকে দাঁতভাঙা জবাব দেওয়ার কৌশল আমার জানা আছে। আমরা তাকে কেটে টুকরো টুকরো করে ফেলব।"
পরে অবশ্য এমন বক্তব্যের জন্য দু:খ প্রকাশ করে মাসুদ বলেন, বক্তৃতাদানকালে তার আরো সতর্ক হওয়া উচিত ছিল। তবে ক্ষমা চেয়েও রেহাই পাননি তিনি। বিজেপি’র প্রধানমন্ত্রী প্রার্থী মোদি সম্পর্কে হেইথ স্পিচ বা বিদ্বেষপূর্ণ বক্তৃতা দেওয়ার কারণে এখন মাসুদের বিরুদ্ধে ভারতের দণ্ডবিধির মামলা হতে যাচ্ছে।
মাসুদের এমন বক্তব্যের পর বিজেপি বলছে, তারা মাসুদের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দিবে। বিজেপি জানায়, কংগ্রেস ও তার মিত্ররা বিজেপি টার্গেট করছে বিশেষ করে মোদিকে। কংগ্রেসের মুখপাত্র রাজ বাব্বার মাসুদের এমন মন্তব্যের নিন্দা জানিয়েছে।