প্রোবনিউজ, ডেস্ক: আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা প্রথম বারের মত পোপ ফ্রান্সিসের সঙ্গে দেখা করেছেন। বৃহস্পতিবার তিনি ভ্যাটিকান সিটিতে গিয়ে পোপের সঙ্গে দেখা করেন। ক্রিমিয়া সংকট নিয়ে আলোচনার জন্য ওবামা এখন ইউরোপ সফরে রয়েছেন। এ সফরের ফাঁকে তিনি ফ্রান্সিসের সঙ্গে দেখা করেন।
ক্রিমিয়া সংকট নিয়ে ওবামা গত তিন দিন ধরে ইউরোপীয় ইউনিয়েনের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করেছেন। ক্রিমিয়াকে রাশিয়ার সঙ্গে অন্তর্ভূক্তির বিষয়ে পশ্চিামাদের সঙ্গে রাশিয়ার উত্তেজনা বেড়েই চলেছে। এ ব্যাপারে ইউরোপে এসে ওবামা ঘোষণা করেন, “রাশিয়ার ওপর অবরোধ আরো জোরদার করা হবে।” ইউরোপীয় ইউনিয়নের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার পর তিনি এ ঘোষণা দেন।
ওবামা বলেন, “রুশরা সময়ের সঙ্গে অনুধাবণ করবে যে ‘পশুশক্তি’ বিজয়ী হতে পারে না।” ব্রাসেলস সফরের সমাপ্তিলগ্নে ওবামা বলেন, “আমাদের কখনোই ভুলে যাওয়া উচিত নয় যে, আমরা এক স্বাধীনতা সংগ্রামের উত্তরাধিকারী।”
ইউক্রেন সংকট প্রসঙ্গে ওবামা আরো বলেন, “আমরা অপর একটি স্নায়ুযুদ্ধে প্রবেশ করছি না। যুক্তরাষ্ট্র ও ন্যাটো রাশিয়ার সঙ্গে কোনো সংঘাতে জড়াতে চায় না।” ওবামা বলেন, “ন্যাটোর সদস্যরা একে অপরের সার্বভৌমত্ব রক্ষায় দায়িত্ব সমুন্নত রাখবে।”
প্রসঙ্গত, ইউক্রেনের স্বায়ত্তশাসিত কৃষ্ণ সাগরীয় উপদ্বীপ ক্রিমিয়াকে রাশিয়ার সঙ্গে অন্তর্ভূক্ত করে নেয়ার পর উত্তেজনা বৃদ্ধি পায়। কিন্তু পশ্চিমা বিশ্ব ক্রিমিয়াকে রাশিয়াতে অন্তর্ভূক্তিকে অবৈধ বলে ঘোষণা করে।
প্রোব/বান/আন্তর্জাতিক ২৭.০৩.২০১৪