আদাবর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার
প্রোবনিউজ, ঢাকা: রাজধানীর আদাবরে ‘ছিনতাইকারীর ছুরিকাঘাতে’ এক রিকশাচালক নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। নিহত ওসমান গণির (৩৫) মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। আদাবর থানার ওসি শেখ শাহিনুর রহমান বলেন, সোমবার ভোরে আদাবর ১৪ নম্বর রোডে ওই রিকশাচালককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গণিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, “রাতের কোনো এক সময় ছিনতাইকারীর দল গণির গলায় ছুরি মেরে তার সঙ্গে থাকা মোবাইল ফোন ও টাকা-পয়সা নিয়ে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।” পরে ঘটনাস্থলের কাছে পাওয়া রিকশার সূত্র ধরে পুলিশ চন্দ্রিমা উদ্যানের কাছে গণির স্ত্রী ও স্বজনদের খোঁজ পায়। স্বজনরা পুলিশকে জানিয়েছেন, গণি রোববার সন্ধ্যায় রিকশা নিয়ে বাসা থেকে বের হন। এরপর রাতে আর তার কোনো খবর পরিবার পায়নি।
প্রোব/অমি/পি/জাতীয়/০২.১১.২০১৫