শিয়া সম্প্রদায়ের ওপর বোমা হামলার তদন্ত ও বিচার দাবি ইইউ’র
প্রোবনিউজ, ডেস্ক: পুরান ঢাকায় হোসনি দালানে তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াদুন। শুক্রবার দিবাগত রাত পৌনে ২টার এ ঘটনায় এক কিশোর নিহত এবং অর্ধশতাধিক আহত হয়। পিয়েরে মায়াদুন নিহতের পরিবারের প্রতি এবং যারা আহত হয়েছেন তাদের প্রতি সমবেদনা জানিয়েছেন। ইইউ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রাষ্ট্রদূত বলেন, ‘আমি নিশ্চিত নজিরবিহীন এ সহিংসতা মোকাবিলা করার জন্য বাংলাদেশ ঐক্যবদ্ধভাবে কাজ করবে।’ তিনি কর্তৃপক্ষকে এর সুষ্ঠু তদন্ত এবং এর সঙ্গে জড়িত সব দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার আহ্বান জানান।
প্রোব/অমি/পি/আন্তর্জাতিক/২৫.১০.২০১৫