অ্যাপল ওয়াচে ফেসবুক মেসেঞ্জার
প্রোবনিউজ, ডেস্ক: অনেকটা চুপিসারেই অ্যাপল ওয়াচের জন্য মেসেঞ্জার উন্মুক্ত করল ফেসবুক। গত বৃহস্পতিবার এক আপডেটের মাধ্যমে অ্যাপল ওয়াচে মেসেঞ্জার ব্যবহারের সুবিধা যুক্ত করা হয়।
এর পাশাপাশি মেসেঞ্জারের নতুন এই সংস্করণে যুক্ত করা হয়েছে নতুন কিছু ফিচার। এর মধ্যে আছে আইপ্যাডের জন্য 'ইউনিভার্সাল সার্চ' ও মাল্টিটাস্কিং ফিচার।
ফেসবুক মেসেঞ্জারের নতুন এই সংস্করণটি চলবে ওয়াচ ওএস২ অপারেটিং সিস্টেম চালিত অ্যাপল ওয়াচে। অ্যাপল ওয়াচে এই অ্যাপটি ব্যবহার করে খুব বেশি কিছু লেখা না গেলেও আগে থেকে নির্ধারণ করে রাখা বিভিন্ন রিপ্লাই দেওয়া যাবে। এছারা লাইক, স্টিকার কিংবা ভয়েস মেসেজ পাঠানোর সুবিধা তো থাকছেই।
ম্যাশেবল অবলম্বনে
প্রোব/পি/আইসিটি/১১.১০.২০১৫