ক্রিকেটার শাহাদাতের স্ত্রী গ্রেপ্তার
প্রোবনিউজ,ঢাকা: গৃহকর্মী নিযাতনের মামলায় জাতীয় ক্রিকেট দলের পেসার শাহাদত হোসেনের স্ত্রী জেসমিন জাহান নিত্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মিরপুর থানার ওসি ভূইয়া মাহবুব হাসান জানান, রোববার ভোররাতে মালিবাগের একটি বাড়ি থেকে জেসমিনকে গ্রেপ্তার করা হয়।
নির্যাতনের এ মামলায় শাহাদতও আসামি। তাকে এখনো খুঁজছে পুলিশ।
প্রোব/পি/খেলাধূলা/০৪.১০.২০১৫