নেতাজির নথি দেখাতে পুলিশ মিউজিয়ামের ছুটি বাতিল
প্রোবনিউজ, ডেস্ক: কলকাতার মানিকতলার পুলিশ মিউজিয়ামে হঠাৎ করে বেড়েছে দর্শণার্থীর সংখ্যা। নেতাজি সুভাষচন্দ্র বসু সংক্রান্ত ৬৪টি গোপন ফাইল প্রকাশ্যে আনার পর থেকেই বেড়েছে এই ব্যস্ততা। এমনকি এজন্য বাতিল করতে হয়েছে মিউজিয়ামের সাপ্তাহিক ছুটি। প্রতিদিন সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে এই মিউজিয়াম। রাজা রামমোহন রায়ের সাবেক বাগানবাড়ি এখন কলকাতা পুলিশ মিউজিয়াম।
এই ফাইল দেখতে প্রতিদিন সকাল থেকে ভীড় করছেন নানা বয়সী দর্শণার্থীরা। ভিন্ন ভিন্ রাজ্য থেকেও আসছেন তারা। কলকাতার আনন্দবাজার প্রতিনিধি সোমবার বেলা দুইটা নাগাদ ঐ প্রদর্শনী দেখতে গিয়ে দেখা পান রাজস্থানের আলওয়ার থেকে আসা চৌধুরী কর্ণ সিংহের। তার মধ্যে নেতাজিকে নিয়ে নতুন উন্মাদনার সন্ধান পেয়েছেন তিনি। তার বর্ণনায় চোখে চশমা, মুখে রবীন্দ্রনাথের মতো দাড়ি। বস্তার বুকপকেটে নেতাজির ব্যাজ, বুকে সাঁটা সাদা কাগজে লাল কালিতে লেখা, ‘নেতাজি জীবিত হ্যায়। জয় গুরুদেব।’
প্রোব/পি/দক্ষিণএশিয়া/২২.০৯.২০১৫