প্রোব নিউজ, ডেস্ক: ক্রিমিয়া সংকটের মধ্যে দ্বীপটিতে নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন এক স্বর্ণকেশী রুশ সুন্দরী। নিয়োগ পাওয়া ওই রুশ সুন্দরির নাম নাটালিয়া পোকলোনস্কায়া।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত সপ্তাহে পোকলোনস্কায়াকে নিয়োগ দেন। মঙ্গলবার এক ক্রিমীয় সৈন্য গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার পর বুধবার এক সংবাদ সম্মেলনে প্রথম জনসমক্ষে আসেন ওই স্বর্ণকেশী অ্যাটর্নি জেনারেল। সদ্য নিয়োগ পাওয়া ওই রুশ সুন্দরীকে নিয়ে আলোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে। শেয়ার হয়েছে তার অসংখ্য ছবি।
কেউ কেউ তাকে 'সেক্স সিম্বল' অ্যাটর্নি জেনারেল বলে মন্তব্য করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের এক মন্তব্যে একজন লিখেছেন, “এবার বুঝেছি পুতিন ক্রিমিয়াকে কেন নিজের করে চেয়েছেন।” অন্য একজন লিখেছেন, “সঠিকভাবে ব্যবহার করতে পারলে সৌন্দর্য্য অনেক বড় একটা অস্ত্র।” আরেকজন লিখেছেন, “সৌন্দর্য্যই পৃথিবীকে রক্ষা করতে পারে।” আবার কেউ লিখেছেন, এমন সুন্দরী অ্যাটর্নি জেনারেল থাকলে ক্রিমিয়া সমস্যা এমনিতেই সমাধান হয়ে যাবে।
প্রোব/মুআ/আন্তর্জাতিক ২২.০৩.১৪