ভক্তের ভালোবাসায় নিজেকে সাজালেন আলিয়া
প্রোবনিউজ, ডেস্ক: তারকাদের তার ভক্তরা কত কিছুই না উপহার দিয়ে থাকে। কিন্তু সব কিছুই নিতে পারে না তারকারা। কিন্তু আলিয়া তার এক ভক্তের পাঠানো ডুডল ও স্কেচ করা পোশাক পরলেন।ভক্তের ভালোবাসায় নিজেকে সাজালেন তিনি।তার পোশাকটি ভক্তদের পাঠানো কবিতা আর ড্রয়িং নিয়ে সাজানো হয়েছে।
শানদারের টাইটেল গান মুক্তি উপলক্ষে এই পোশাক পরে টুইটারে ছবি পোস্ট করেন আলিয়া।
শানদার মু্ক্তির আগেই হিট শহীদ-আলিয়া জুটি। বিকাশ বাল পরিচালিত ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ২২ অক্টোবর। আপাতত উড়তা পাঞ্জাব ছবির শুটিংয়ে ব্যস্ত আলিয়া। এছাড়াও তার হাতে রয়েছে কাপুর অ্যান্ড সন্স।
প্রোব/পি/সংস্কৃতি/১৭.০৯.২০১৫