মোদিকে ৫০ লাখ ডিএনএ নমুনা পাঠাবেন নিতীশ!
প্রোবনিউজ, ডেস্ক: সেপ্টেম্বরের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দুই সপ্তাহ আগে বিহার সফরে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী এবং বিজেপি নেতা নরেন্দ্র মোদি। সেসময় দেয়া ভাষণে বিহারের মুখ্যমন্ত্রীর ডিএনএ-তেই বিশ্বাসঘাতকতা আর প্রতারণার বীজ বপিত বলে মন্তব্য করেন তিনি। আর এতেই ক্ষেপে উঠেছেন বিহারের মুখ্যমন্ত্রী এবং বিজেপির সাবেক জোটভুক্ত জনতা দলের নেতা নিতীশ কুমার। মোদির জন্য কেবল নিজের ডিএনএ’র নমুনাই নয়, বিহারের ৫০ লাখ মানুষের ডিএনএ নমুনা পাঠানোর প্রস্তাব দিয়েছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, মোদিকে বক্তব্য প্রত্যাহার করে নেয়ার আহ্বান জানিয়ে একটি খোলা চিঠি দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী। মোদি তার বক্তব্য দিয়ে গোটা বিহারের মানুষকেই অপমান করেছেন বলে চিঠিতে উল্লেখ করেন তিনি। এছাড়া নিতীশ কুমার বেশ কয়েকটি টুইটারও করেছেন। সেখানে তিনি বলেন, ‘বক্তব্য প্রত্যাহার আন্দোলনের অংশ হিসেবে বিহারের অন্তত ৫০ লাখ মানুষ পরীক্ষার জন্য তাদের ডিএনএ মোদিজীর কাছে পাঠাবে। স্বাক্ষরও সংগ্রহ করবে তারা।’
এদিকে নিতীশের টুইটের প্রতিক্রিয়ায় নিতীশ কল্পনার সাগরে ভাসছেন বলে মন্তব্য করেছেন বিজেপি নেতারা। তারা বলেন, ‘বিহার মানেই নিতীশ নয়, নিতীশ মানেই বিহার নয়।’ ২০১৩ সালে ১৮ বছরের জোটের অবসানের পর থেকে চরম বিরোধপূর্ণ সম্পর্ক যাচ্ছে মোদি আর নিতীশের। লোকসভা নির্বাচনে মোদির প্রধানমন্ত্রী প্রার্থিতারও বিরোধিতা করেছিলেন নিতীশ।
প্রোব/পি/দক্ষিণে-এশিয়া/১১.০৮.২০৫