সাজা কমলো রেদা আল ফৌলির
প্রোবনিউজ, ডেস্ক: মিশরের বিতর্কিত একটি অনলাইন মিউজিক ভিডিওর নারী শিল্পীর সাজা কমিয়ে অর্ধেক করে দিয়েছে দেশটির একটি আদালত। ভিডিও্টি যৌন উত্তেজক হিসেবে অভিযুক্ত হয়েছিলো।
রেদা আল ফৌলি নামে ওই নৃত্যশিল্পীকে গত মে মাসে গ্রেপ্তার করা হয় এবং একবছরের কারাদণ্ড দেয়া হয়। তবে এবার সেই সাজা কমিয়ে ছয়মাস করে দিয়েছে আদালত।
দৃশ্যত আরব পপ ভিডিওকে ব্যঙ্গ করে বানানো মিউজিক ভিডিওটিতে একজন পুরুষ সহ শিল্পীর সাথে বেশ আঁটসাঁট ও খোলামেলা পোশাকে নেচে নেচে গান গাইতে দেখা যায় ওই নারী কণ্ঠশিল্পীকে।
এরপর এটি ইউটিউবে ছড়িয়ে পড়ে। মিউজিক ভিডিওটির পরিচালক ওয়ায়েল সেদ্দিকিকেও একবছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
তবে সামাজিক মাধ্যমে ভিডিওটি নিয়ে ব্যাপক সমালোচনা ও বিতর্ক শুরু হলে মি: সেদ্দিকি মিশর ত্যাগ করেন।
প্রেবি/পি/সংস্কৃতি/২৭.০৭.২০১৫