ঘণ্টায় ৪৯ হাজার ৬৭২টি গাছ লাগিয়ে বিশ্ব রেকর্ড ভুটানের
প্রোবনিউজ, ডেস্ক: গাছ লাগিয়ে বিশ্ব রেকর্ড করলো ভুটান। দেশটির ১০০ জন স্বেচ্ছাসেবক ঘণ্টায় ৪৯ হাজার ৬৭২টি গাছ লাগিয়ে বিশ্ব রেকর্ড করেছে।
তিন বছর আগে ভারতের গড়া রেকর্ড ভেঙ্গে নতুন এই রেকর্ড করলো তারা।
সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ভুটানের গাছ লাগিয়ে বিশ্ব রেকর্ড করার বিষয়টি নিয়ে বেশ আলোচনা চলছে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট ভুটানের এই অর্জনের বিষয়টি উল্লেখ করেছে।
স্বেচ্ছাসেবক দলের একজন শেরাব দর্জি বলছিলেন তারা এক সপ্তাহ ধরে দ্রুত গাছ লাগানোর বিভিন্ন কৌশলগুলো চর্চা করেছেন।
ভুটানের সরকার বরাবরই দেশটির পরিবেশ সংরক্ষণের ব্যাপারে গুরুত্ব দিয়ে আসছে। ভুটানে ৭৫ শতাংশ বনভূমি।
সূত্র: বিবিসি
প্রোব/পি/দক্ষিণএশিয়া/০৪.০৬.২০১৫