‘সেলফি রানী’সোনাক্ষি!
প্রোবনিউজ, ডেস্ক: বলিউডের বর্তমান সময়ের সবথেকে জনপ্রিয় বিনোদন পোর্টাল ‘বলিউড লাইফ.কম’ একটি দর্শক জরিপ করেছিলো। সেখানে দর্শকের দৃষ্টিতে সোশ্যাল মিডিয়ার সেলফি রানী নির্বাচিত হয়েছে বলিউডের দাবাঙ্গ খ্যাত অভিনেত্রী সোনাক্ষি সিনহা!
জানা গেছে, সোশ্যাল মিডিয়ায় কোন তারকার বিভিন্ন দিকের প্রভাব দর্শক ভালোভাবে নেয়, তার উপর একটি জরিপ করা হয়েছিলো। আর তাতে সোনম কাপুর, আলিয়া ভাট ও শ্রদ্ধা কাপুরের মতো তারকাদের পেছনে ফেলে দর্শক জরিপে ‘সেলফি কুইন’-এর পুরস্কার জিতে নিলেন সোনাক্ষি সিনহা।
সেলফি কুইন-এর পুরস্কার হাতে সোনাক্ষি:
দর্শকের নির্মোহ ভালোবাসা স্মারক এটা। একজন অভিনেতা বা অভিনেত্রীর জীবনে এটাই সবচেয়ে কাঙ্ক্ষিত বস্তু। আর দর্শকের এমন মুগ্ধতায় সোনাক্ষি আপ্লুত। ‘সেলফি কুইন’ নির্বাচিত করায় তিনি সকল দর্শক ও বলিউড লাইফ.কম –কে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, বলিউড লাইফ এই জরিপটি চালিয়েছিল ভারত, রাশিয়া, ইউ.কে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন মানুষের মধ্যে।
প্রোব/পি/সংস্কৃতি/০৪.০৬.২০১৫