A PHP Error was encountered

Severity: Notice

Message: Only variable references should be returned by reference

Filename: core/Common.php

Line Number: 257

ধানমন্ডি মাঠ রক্ষার দাবিতে শুক্রবার সকালে সমাবেশ | Probe News

Dhan 2.jpgপ্রোবনিউজ, ঢাকা: ভূমি দস্যুদের হাত থেকে ধানমন্ডি মাঠ রক্ষার দাবিতে নাগরিক, সমাজিক ও পরিবেশবাদী সংগঠনের নেতারা-কর্মীরা কাল শুক্রবার সকালে ধানমন্ডি খেলার মাঠ সংলগ্ন মিরপুর সড়কে প্রতিবাদ সমাবেশ করবে।
ধানমন্ডি পরিবেশ উন্নয়ন জোটের কেন্দ্রীয় কমিটির সংগঠক স্থপতি মোবাশ্বের হোসেন প্রোবনিউজকে জানিয়েছেন, সকাল ৯টায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৫০টিরও বেশি সংগঠনের নেতা-কর্মীরা প্রথমে শাহবাগে সমবেত হবে। সেখান থেকে তারা সম্মিলিতভাবে ধানমন্ডি মাঠে যাবে এবং প্রতিবাদ সমাবেশ করবে।
উল্লেখ্য, উচ্চ আদালতের নির্দেশনা উপেক্ষা করে ধানমন্ডি খেলার মাঠ দখল করে ছয় তলা ভবন নির্মাণ করছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব প্রাইভেট লিমিটেড। মাঠের জমিতে নিমার্ণাধীন ভবনে থাকবে অডিটোরিয়াম। যা বিয়ে জন্মদিনসহ বিভিন্ন অনুষ্ঠানের জন্য ভাড়া দেয়া হবে। ভবনে আরো রয়েছে খেলোয়াড়দের জন্য ডরমেটোরি, কনফারেন্স রুম, ক্যান্টিন, পরিচালকদের বোর্ড রুম, টেবিল টেনিস খেলার ব্যবস্থা, আন্ডারগ্রাউন্ড পাকিং, সুইমিং পুল, লন টেনিস ও ব্যাডমিন্টন কোর্ট।
জানা গেছে, মাঠ দখল ও ভবন নির্মাণের সঙ্গে জড়িত রয়েছে ক্লাবের নির্বাহী ও পরিচালনা পরিষদের সভাপতি মঞ্জুর কাদের। ক্লাবের সদস্যদের মধ্যে রয়েছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান শাহ আলম, নিটোল গ্রুপের চেয়ারম্যান মতলুব আহমেদ, রূপায়ন গ্রুপের চেয়ারম্যান এল এ মুকুল ও পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এম এ হাশেমের ছেলে শওকত আজিজ রাসেল। প্রকৃতপক্ষে এই মাঠের ব্যবস্থাপনার দায়িত্ব ঢাকা সিটি করপোরেশনের আর ব্যবহার করার সম্পূর্ণ অধিকার এলাকাবাসীর।
ধানমন্ডি খেলার মাঠ রক্ষার দাবিতে গত কয়েক সপ্তাহ ধরে আন্দোলন ও প্রতিবাদ সমাবেশ করে আসছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট (আইএবি), বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা), বাংলাদেশ এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন, গ্রীণ ভয়েস, সবুজপাতা, নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, ডব্লিউ বি বি ট্রাস্ট, ঢাকা যুব ফাউন্ডেশন, পুরান ঢাকা পরিবেশ উন্নয়ন ফোরাম, আদি ঢাকাবাসী ফোরাম, সেডাস, সেবা, পিস, উন্নয়নধারা ট্রাস্ট, পরিবর্তন চাই, আইন ও শালিস কেন্দ্র, সেন্টার ফর আরবান স্টাডিজ (সি ইউ এস), নিজেরা করি, নাগরিক উদ্যোগ, সুন্দর জীবন, বিআইপি, সুজনসহ ৫০টির বেশি সংগঠন।
এদিকে ধানমন্ডি মাঠ রক্ষা আন্দোলনের অন্যতম সংগঠক বেলা’র পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিকের অপহরনের প্রতিবাদে ও উদ্ধারের দাবিতে পরিবেশবাদী সংগঠনগুলোর উদ্যোগে সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানব বন্ধন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে পরিবেশ বাঁচাও আন্দোলনের নির্বাহী প্রধান আবু নাসের খান।
প্রোব/পি/জাতীয় ১৭.০৪.২০১৪

১৭ এপ্রিল ২০১৪ | জাতীয় | ১৯:৫৯:৪৬ | ১১:৩২:০৬

জাতীয়

 >  Last ›