![]() |
মুম্বাইয়ের সান্তা ক্রুজে লিংকিং রোডের ট্যাক্সি চালকদের একটি দল স্থাপন করেছেন মানবতার এক অনন্য দৃষ্টান্ত। বেকার ট্যাক্সি চালকদের সহায়তা করতে সপ্তাহে একদিন নিজের ট্যাক্সিটি ধার দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। তবে এর বিনিময়ে ওই চালকের কাছ থেকে কোন পাওনা আদায় করা হয়না। সারা দিনের আয় পুরোপুরিই পান ওই বেকার ট্যাক্সি চালক। এভাবে পুরো সপ্তাহ না হলেও অস্তিত্ব টিকিয়ে রাখতে বেকার সহকর্মীকে সপ্তাহের অন্তত একদিন আয়ের সুযোগ করে দেন তারা। -প্রোব নিউজ ডেস্ক |