প্রোবনিউজ, ঢাকা: ধানমন্ডির ৮নম্বর সড়ক সংলগ্ন মাঠটি বাঁচাতে সমাবেশের ডাক দিয়েছে বিভিন্ন পরিবেশবাদী ও মানবাধিকার সংগঠন। শুক্রবার সকাল ৯টা থেকে সকাল ১০ টা পর্যন্ত মাঠের চারপাশ জুড়ে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।
সংগঠকদের তরফে এক লিফলেটে অভিযোগ করা হয়, শিশু-কিশোরদের খেলাধূলা, বয়স্কদের শরীরচর্চা আর বিনোদনের জন্য বরাদ্দকৃত মাঠটি অবরুদ্ধ করে রেখেছে দখলদাররা। জনসাধারণের ব্যবহার্য মাঠটিতে ক্লাব-সহ বিভিন্ন স্থাপনা হচ্ছে বলেও উল্লেখ করা হয় এতে। লিফলেটে আরও বলা হয়, আদালতের রায় উপেক্ষা করেই এই তৎপরতা চালানো হচ্ছে।
লিফলেটে শিশু-কিশোর-যুবা-বয়স্ক সবাইকে মাঠ রক্ষায় সামিল হবার আহ্বান জানানো হয়েছে।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বাংলাদেশ স্থপতি ইন্সটিটিউট (আইএবি), বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা), বাংলাদেশ এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন, গ্রীন ভয়েস, সবুজপাতা, নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, ডব্লিউ বি বি ট্রাস্ট, ঢাকা যুব ফাউন্ডেশন, পুরান ঢাকা পরিবেশ উন্নয়ন ফোরাম, আদি ঢাকাবাসী ফোরাম, সেডাস, সেবা, পিস, উন্নয়নধারা ট্রাস্ট, পরিবর্তন চাই, আইন ও সালিশ কেন্দ্র, সেন্টার ফর আরবান স্টাডিজ, নিজেরা করি, নাগরিক উদ্যোগ, সুন্দর জীবন, বিআইপি, সুজন-সহ বিভিন্ন সংগঠন এই সমাবেশের ডাক দেয়।
প্রোব/বান/জাতীয় ১০.০৪.২০১৪