A PHP Error was encountered

Severity: Notice

Message: Only variable references should be returned by reference

Filename: core/Common.php

Line Number: 257

আইসিসির র‍্যাংকিংয়ে সেরা বোলার সালমা | Probe News

salmaপ্রোব নিউজ, ডেস্ক: আইসিসির সর্বশেষ র‍্যাংকিং অনুযায়ী মেয়েদের টি-টোয়েন্টি বোলারদের মধ্যে শীর্ষে রয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সালমা খাতুন। এ ছাড়া মেয়েদের টি-টোয়েন্টিতে অলরাউন্ডারের র‍্যাংকিংয়ে সালমার অবস্থান তিনে।
শনিবার সকালে জুরি বোর্ডের সভায় সেরা খেলোয়াড় ছাড়াও এই টুর্নামেন্টে পারফরম্যান্সের ভিত্তিতে বিভিন্ন দল থেকে খেলোয়াড় বেছে নিয়ে পুরুষ ও মহিলা বিভাগের সেরা দল নির্বাচন করা হয়েছে। ওই দল দুটি ঘোষণা করা হয়েছে সোমবার। তবে পুরুষ বিভাগে বাংলাদেশের কোনো খেলোয়াড় ঠাঁই না পেলেও মহিলা বিভাগের সেরা দলে ঠাঁই পেয়েছেন সালমা।
তাঁর মোট পয়েন্ট ৬৫০ দ্বিতীয় অবস্থানে থাকা শ্রীলঙ্কার প্রাবোধানির পয়েন্ট ৬৪৯ তিন নম্বরে রয়েছেন নিউজিল্যান্ডের মোরনা নিলসেন, তাঁর পয়েন্ট ৬৪৫ 
খেলোয়াড় নির্বাচন করেছে ছয় সদস্যের এক জুরি বোর্ড। এতে ছিলেন আইসিসির ম্যাচ রেফারি ও সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ডেভিড বুন, সাবেক ইংলিশ অধিনায়ক নাসের হুসেইন, পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। সাবেক ওয়েস্ট ইন্ডিজ ফাস্ট বোলার ইয়ান বিশপ, দক্ষিণ আফ্রিকার আম্পায়ার মারাইস ইরাসমাস এবং প্রথম আলো’র ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র।
প্রোব/ফাউ/ডেস্ক/০৭.০৪.২০১৪

৭ এপ্রিল ২০১৪ | খেলা | ২০:২১:১৯ | ১৬:৪৮:১৫